ফেসবুক হ্যাক হলে করণীয়!


প্রথমেই http://www.facebook.com/hacked এই লিংকে প্রবেশ করুন।

>> এরপর My account is compromised এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ই মেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।

>> প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ড দিয়ে “continue” করুন।

>> হ্যাকার যদি ই-মেইল এড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ই-মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব।

>> হ্যাকার যদি ই-মেইল এড্রেস, ফোন নম্বরসহ লগ ইনের প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে ফেলে তাহলে, Need another way to authenticate? -> Submit a request to Facebook – এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইল উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করা সম্ভব।

সোশাল মিডিয়া হ্যাকিং এর শিকার হলে সি আই ডি-র সাইবার  পুলিশ সেন্টারে সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন, অথবা যোগাযোগ করুনঃ ০১৭৩০৩৩৬৪৩১ নাম্বারে।

Comments