About Me
আমি মিসবাহ আহমেদ। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশুনা করছি। প্রযুক্তি সম্পর্কে আমার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। তাই সবসময় চেষ্টা করি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে নিজে জানতে এবং অন্যকে জানাতে। সবসময় সত্যের পথে চলতে ভালো লাগে। যে মানুষগুলো সত্য পথে চলে তাদেরও আমার অনেক ভালো লাগে। প্রযূক্তি উদ্যোক্তাদের আমার অনেক ভালো লাগে। তার মধ্যে এলন মাস্ক আমার একজন প্রিয় উদ্যোক্তা। ভ্রমণ আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটি। সবসময় সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে যাই এবং চেষ্টা করি প্রকৃতির উদারতা অনুধাবন করতে।