নিজে নিজে প্রোগ্রামিং শিখার ৫ টি সেরা মোবাইল এপ
Programming Hero হচ্ছে বর্তমান
সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং শিখার মোবাইল সফটওয়্যার। এটি দিয়ে প্রোগ্রামিং ভাষা
সহ ওয়েব ডেভেলপমেন্ট শিখা যায়। এর ইউজার ইন্টারফেস খুবই চমৎকার যার ফলে দ্রুত জনপ্রিয়তা
পাচ্ছে। এছাড়াও এপটি মজায় মজায় প্রোগ্রামিং শিখায় বলে নতুনদের জন্য একটি প্রধান আকর্ষণ।
এপটিতে প্রোগ্রামিংয়ের জন্য পাইথন ব্যবহার করা হয়েছে এবং এপটি ইন্টারনেট কানেকশন ছাড়াও
ব্যবহার করা যায়।
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
#২# Sololearn
![]() |
Sololearn হলো যেকোনো প্রোগ্রামিং ভাষা শিখার একটি ফ্রি অনলাইন সফটওয়্যার যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো প্রোগ্রামিং ভাষা শিখা যায় এবং কোর্স শেষে সার্টিফিকেট ও প্রদান করা হয়। তাই এটি হতে পারে আপনার প্রোগ্রামিং শিখার অন্যতম হাতিয়ার। তাছাড়া, এই এপটিতে হাজার হাজার এক্টিভ ইউজার রয়েছেন যাদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন!
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
#৩# Programming Hub
![]() |
Programming Hub একটি অনলাইন ভিত্তিক পেইড প্রোগ্রামিং শিখার প্লাটফর্ম।
এর মাধ্যমে আপনি টাকা দিয়ে মেম্বারশিপ কিনে যেকোনো প্রোগ্রামিং ভাষার কোর্স ঘরে বসে
করতে পারেন এবং কোর্স শেষে পাবেন সার্টিফিকেট।
এই এপটিতে ফ্রি কন্টেন্ট খুবই কম। তাই ফুল কন্টেন্ট পেতে হলে টাকা দিয়ে প্রিমিয়াম মেম্বারশিপ
কিনতে হবে।
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
#৪# Mimo
![]() |
Mimo হচ্ছে আরেকটি জনপ্রিয়
প্রোগ্রামিং শিখার মোবাইল এপ। এর মাধ্যমে সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট সহ সকল
ধরণের প্রোগ্রামিং ভাষা শিখা যায়। এই এপে ও প্রিমিয়াম মেম্বারশিপের সুযোগ আছে যার মাধ্যমে
টাকা দিয়ে বিভিন্ন ফুল কোর্স করা যায়। এর মধ্য কম্পাইলার আছে যার মাধ্যমে এপটির ভিতরেই
যেকোনো ভাষায় কোড করে রান করে দেখা যাবে।
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
#৫# Grasshopper
Grasshopper
গুগলের একটি ফ্রি প্রোগ্রামিং লার্নিং
মোবাইল এপ। এর মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা শিখা যায় এবং অনেক মজার
মজার পাজল ও আছে প্রোগ্রামিং সম্পর্কে যেগুলো অনুশীলনের মাধ্যমে নিজের কোডিং স্কিলকে
আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়।
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment