আপনার টাইপিং স্পিড দেখুন!


টাইপিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল বিষয়। ভালো টাইপিং স্পিড আপনাকে সবসময় অন্যদের থেকে এগিয়ে রাখবে। আজকাল অনেক চাকুরির ক্ষেত্রেও একটা নির্দিষ্ট মাত্রার টাইপিং স্পিড চাওয়া হয়। তাই এটি একটি অপরিহার্য টেকনিক্যাল স্কিল।

টাইপিং স্পিডের একক হচ্ছে WPM বা Word Per Minute যার মাধ্যমে এক মিনিটে কতটি শব্দ লেখা হয়েছে তার হিসেব করে টাইপিং স্পিড নির্ধারণ করা হয়। যেহেতু সকল শব্দে একই সংখ্যক অক্ষর থাকে না তাই গড়ে ৫ টি করে অক্ষর নিয়ে একটি শব্দ ধরে হিসেব করা হয়। এক মিনিটে আপনি যতগুলো অক্ষর টাইপ করবেন তাকে ৫ দ্বারা ভাগ করে ভাগফলকে আবার ১ মিনিট দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন আপনার টাইপিং স্পিড!

অতএব, সুত্র দাড়ালোঃ (মোট অক্ষর / ৫) / ১

এই নিয়মে ইংরেজি বা বাংলা ভাষায় আপনার টাইপিং স্পিড বের করতে পারবেন।

যারা উপরিউক্ত কাজগুলো করতে অলসতা বোধ করছেন তারা এই লিংকে গিয়ে সরাসরি টাইপিং টেস্ট দিয়ে আপনার টাইপিং স্পিড দেখে ফেলুন।

টাইপিং স্পিডের ক্ষেত্রে 40 WPM কে সাধারণত গড় টাইপিং স্পিড ধরা হয়। এখন, পরিক্ষা করে দেখতে পারেন আপনার অবস্থান।

Comments